
আমার কেবল ভুল হয়ে যায়। মানুষগুলো খুঁজতে গিয়ে, মনের ভুলে লাশের ঘরে, বীভৎস গন্ধ নাসিকার দ্বারে পিছন ফিরে ছুটে পালাই।
আমার কেবল ভুল হয়ে যায়। হেঁটে হেঁটে দুর্গম পথে , ল্যাম্পপোস্টের আলোয় জোনাকীর খোঁজে, কান পেতে রই নিশুতি রাতে, ভুলের নিবাস আমার বুকের মাঝে।
আমার কেবল ভুল হয়ে যায়। সুখের খুঁজে নিষিদ্ধ গলি, নগ্ন পায়ে হাজার মাইল চলি, কি যে ভীষণ তৃষ্ণা জাগে সে কথা শুধু স্রষ্টাই জানে।
আমার কেবল ভুল হয়ে যায়। পথের খোঁজে পথ হারিয়ে, অচিনপুরে বাউল বেশে, সুখের খামটি বন্ধ মুখে, দুঃখের ঠিকানায় যাই ভেসে।
আমার কেবল ভুল হয়ে যায়। দ্বি-প্রহরে হঠাত জেগে, সোনালী আলো ধরবো বলে, আঁচল পেতে উঠোনে বসি, তন্দ্রাচ্ছন্ন চোখটি মেলে।
আমার কেবল ভুল হয়ে যায়। জীবন ছকে বাধা নিয়মগুলো, মানতে গিয়ে উলটো চলি,ভুল হয়ে যায় ভুল হয়ে যায়,এ মন জানে শুধু মুখেই বলি।
আমার কেবল ভুল হয়ে যায়। ভুল জেনেও ভুলের পাহাড়,শুধরে নেওয়ার মিছে প্রয়াস, ভুলে ভুলে মাশুল দীঘি, ভুলে আমার সাতটা আকাশ।
আমার কেবল ভুল হয়ে যায়। শরতের আকাশে সাত রঙ খুঁজি , আলতা পায়ে জলে ভিজি, বিষণ্ন ওই দৃষ্টি সচল, দিন এর আলোয় আঁধার খুঁজি।
আমার কেবল ভুল হয়ে যায়। ভুল সময়ে ভবের মেলায়, ভুলে ভুলে হেলায় হেলায়, এক জীবনের আঁধার আলোয় আরেক জীবন চকিতেই হারায়।
আমার কেবল ভুল হয়ে যায়। গলায় পড়ি বিশ্বাসের হার অবিশ্বাস বলে – “বল তুই কার?” মিছে সকাল মিছে বিকাল শত ভুলে সন্ধ্যা আমার।
ভুল
Published by HB Rita on Thursday, July 24th, 2014