ভিন্ন মেয়ে!

dr

 

আমি মেঘের ওপারে গড়বো বসত
কাটিয়ে শহস্র বিনিদ্র রজত
আমি মুখ ফিরাবো ওপাড় যেয়ে
আমি অভিমানী,আমি ভিন্ন মেয়ে।
আমি উচ্ছল, আমি তরল
আমি কঠোরতার দন্ডায়মান প্রতিক
আমি খ্যাপা,আমি অশান্ত শ্রোতের ঢেও
আমি বৃষ্টি ছুঁই, মেঘের আড়ালে লুকাই
আমি আমার ভিতরে ভিন্ন কেউ।
আমি উগ্র, আমি অভিমানি
আমি স্বৈরী আমি বৈরী,আমি কোমতায় সিক্ত
আমি মেঘের ওপারে গড়বো বসত
অনুরাগী আমি নির্বাসনে হই রিক্ত।
আমি আকাশসীমায় বাতাসে উড়াই কষ্ট
জ্বোছনার আলো গায়ে মাখি
গোপন জমানো ব্যাথায় মুখের বলিরেখা স্পষ্ট।
আমি মেঘের ওপাড়ে গড়বো বসত…
পৃথিবী হতে শত মাইল দুরে,
অনুরাগের পাহাড় দেখ আসছে ধেয়ে
আমি ভিন্ন, আমি অভিমানী মেয়ে!
আমি ছন্নছাড়া পথের ধূলো মাখি গায়
একলা নদীর পাড়ে স্মৃতি জড়ায় পায়।
আমি চঞ্চল হরিনী, চলি নিজ মনে
গোপনে কাঁদি,কথা বলি কষ্টের সনে।
আমি উন্মাদ, আমি সহিঞ্জু,
করিনাকো ভয় কারো,
আমি রাতের আঁধার, কষ্টের নীলা
আমি এক আকাশ বেদনায়, সুপ্ত পীড়া!
আমি অভিমানী, আমি গোপন
আমি অভিমানের কাছে সমর্পন।
আমি যাবো চলে দুরে, মেঘের ওপাড়ে
এখানে আমার চোখের ভিতর কষ্ট নড়ে।
আমি ভোরের শিশির, তপ্ত রোদ,
ফাগুনী হাওয়া কিংবা একলা বিকেল।
আমি পড়ন্ত বেলা, আমি কারো হেলা,
এক বুক অভিমানে , ডুবে যায় বেলা।
আমি মেঘের ওপাড়ে গড়বো বসত,
কাটিয়ে শহস্র বিনিদ্র রজত
আমি মুখ ফিরাবো ওপাড় যেয়ে
আমি অভিমানী,আমি ভিন্ন মেয়ে।

 

ডার্ক এভিল।