ভালবাসি বলেই

তোকে ভালোবাসি বলে,
শুধু ভালোবাসি বলেই আমার এত কষ্ট।
আর ভালোবাসি বলেই, আমি নষ্ট
নষ্ট গদ্যের অবহেলিত পৃষ্টার মত
জনম জনম ধূলি হয়ে আছি জমে।
তোকে ভালোবাসি বলেই,
ভীতু মগজে আমার আস্থা যায় কমে।
তোকে ভালোবাসি বলেই,
প্রতিকূলতার মাঝেও তোকে বিশ্বাস করি
বিশ্বাস আছে বলেই,
তোর প্রেম সাগরে ভাসাই তরী।
শুধু ভালোবাসি বলেই,
তোর অশ্রুসিক্ত চোখে তাকানোর এত ভয়
ভিতর নদে দুঃখের উচ্চচাপে, হৃদয় পুড়ে হয় ক্ষয়।
ভালোবাসি বলেই ভালোবেসে যাই,
ভালোবেসে বেসে ক্লান্তি নামাই চোখের পাতায়
বিনীদ্র রজনী দেই পাড়ি তবু যদি শান্তি পাই।
তোকে ভালোবাসি বলেই,
প্রতিক্ষার প্রহর গুনে গুনে
আজ বহুবছর আমি হাসিনি।
শুধু ভালোবাসি বলেই,
পাপ,তাপ,অনুতাপে কলঙ্কিনী
আমি গঙ্গা জলে তবু ভাসিনি।
ভালোবাসি বলেই কখনো বলা হয়নি,
তোর নিষ্ঠুরতা কত ভয়ংকর
তোর নখের আঁচড়ে আকাশ কাঁদে
বেদনায় মুখ লুকায় সুধাকর।
শুধু ভালোবাসি বলেই ভালোবেসে যাই,
ভালোবাসি বলেই কষ্ট পাই
এত যে ভালোবাসি তোকে
এত যে বেদনা লুকাই বুকে
এত যে ভালোবেসে ভালোবেসে
মুখ বুজে সব সয়ে যাওয়া
পৃথিবী কি বুঝে আমায়,
না বুঝেছিস তুই?
শুধু ভালোবাসি বলেই,
অকারণে এত কষ্ট পাওয়া
ভালোবাসি বলেই,
নিন্দুকের বিষাক্ত রক্তচক্ষু উপেক্ষা করে
পৃথিবীকে জানিয়ে দেই, ভালোবাসি।
তোকে ভালোবাসি বলেই কেবল,
সীমাহীন জলতরঙ্গে উচ্ছল আমি ভাসি
তোকে ভালোবাসি বলেই
ঘর বাধি অন্ধকারে।
শুধু ভালোবাসি বলেই,
অপেক্ষার প্রহরে বিষাদের ছায়া আমায় ঘিরে।
শুধু ভালোবাসি বলেই,
অঝোর বর্ষণে বুকে নামে ঝড়
একটা আকাশ নীরবে কাঁদে
বেদনা হয়ে যায় মধুকর।
তোকে ভালবাসি বলেই আমার এত কষ্ট
শুধু ভালোবাসি বলেই,
শুদ্ধ নই, আমি নষ্ট।