শুধু ভালোবাসি বলেই আমার এত কষ্ট।
আর ভালোবাসি বলেই, আমি নষ্ট
নষ্ট গদ্যের অবহেলিত পৃষ্টার মত
জনম জনম ধূলি হয়ে আছি জমে।
ভীতু মগজে আমার আস্থা যায় কমে।
প্রতিকূলতার মাঝেও তোকে বিশ্বাস করি
তোর প্রেম সাগরে ভাসাই তরী।
তোর অশ্রুসিক্ত চোখে তাকানোর এত ভয়
ভিতর নদে দুঃখের উচ্চচাপে, হৃদয় পুড়ে হয় ক্ষয়।
ভালোবাসি বলেই ভালোবেসে যাই,
ভালোবেসে বেসে ক্লান্তি নামাই চোখের পাতায়
বিনীদ্র রজনী দেই পাড়ি তবু যদি শান্তি পাই।
প্রতিক্ষার প্রহর গুনে গুনে
আমি গঙ্গা জলে তবু ভাসিনি।
ভালোবাসি বলেই কখনো বলা হয়নি,
তোর নখের আঁচড়ে আকাশ কাঁদে
শুধু ভালোবাসি বলেই ভালোবেসে যাই,
নিন্দুকের বিষাক্ত রক্তচক্ষু উপেক্ষা করে
পৃথিবীকে জানিয়ে দেই, ভালোবাসি।
সীমাহীন জলতরঙ্গে উচ্ছল আমি ভাসি
অপেক্ষার প্রহরে বিষাদের ছায়া আমায় ঘিরে।
তোকে ভালবাসি বলেই আমার এত কষ্ট
Published by HB Rita on Thursday, June 12th, 2014
ভালবাসি বলেই
Published by HB Rita on Thursday, June 12th, 2014