ভালবাসা উড়ে যায়

51

ভালবাসা উড়ে যায় পাখীর পালকে ভর করে
মানুষটি পড়ে রয় এখানেই;
মানুষের খুঁজে।
অন্তসারশূন্য মানুষ, মানুষে খুঁজে প্রেম
কি নির্বোধ! কি নির্বোধ!
বুঝেনা জোৎস্নাহীন চাঁদ কেবল আঁধারেই ঢাকা।