মাঝে মাঝে ভাবি, এই যে পৃথিবীর হরেক রঙা মানুষগুলো, কারো সাথে কারো মিলেনা কেন?
একি মাটিতে গড়া, উদ্দেশ্য গন্তব্য একই। তবে কেন এত অমিল? এত বিষাদ?
একে অন্যের প্রতি নিঁখাদ মায়া। ভালবাসায় কানায় কানায় পূর্ন। এক যুগ দুই যুগ একি বিছানায় পাশাপাশি, তবু যেন কি নেই।কোথায় যেন কি এক অসীম শুন্যতা।
কার ভালবাসা কে বুঝে! কার কান্না কে শুনে! সবাই শুধু নিজের ভাগেরটা বুঝে।
পৃথিবী কি জানে, যখন তার এক ভাগে কেউ খিলখিল করে হেসে উঠে, অন্য ভাগে তখন কিছু মানুষের মৃত স্বত্তা গুমরে কাঁদে!
হাতে গোলাপ ,হ্নদয়ে বিষাদের জ্বালা নিয়ে চিরচেনা প্রেমিকা এগিয়ে যায় তার ভালবাসার দাবী নিয়ে প্রিয়জনের কাছে। একই সময়ে পাশাপাশি শুয়ে গায়ের গন্ধে বিভোর দুটি মন ছুঁটে যায় দুই মেরুতে।
দেহের ক্ষত তো দৃশ্যমান। মনের ক্ষত দেখার কোন যন্ত্র আছে কি? এইযে সয়ে যাওয়া, এই যে মানিয়ে নেয়া, এত কিছু কেন? নারী বলে? নাকি মানুষ বলে? নাকি কেবল বেঁচে থাকার জন্যে?
যদি বেঁচে থাকাই মুখ্য হয়, তবে কেন নয় জীবন্ত ঘাসফড়িং কিংবা মাটির গায়ে বিছিয়ে থাকা ভেজা সবুজ হয়ে!
জীবনের নির্মল শুদ্ধতাগুলো কেন ঢাকা পরে যায় এক খন্ড ভুলের আড়ালে!
ধরিত্রীর কি ক্ষমা বর্ষণের সময় এখনো হয়নী তবে?
আমি আবারো আসবো। এক জনম যথেষ্ট নয়।অনেক প্রশ্ন বাকি। অনেক হিসেব বাকি।
ভাবনা
মাঝে মাঝে ভাবি, এই যে পৃথিবীর হরেক রঙা মানুষগুলো, কারো সাথে কারো মিলেনা কেন?
একি মাটিতে গড়া, উদ্দেশ্য গন্তব্য একই। তবে কেন এত অমিল? এত বিষাদ?
একে অন্যের প্রতি নিঁখাদ মায়া। ভালবাসায় কানায় কানায় পূর্ন। এক যুগ দুই যুগ একি বিছানায় পাশাপাশি, তবু যেন কি নেই।কোথায় যেন কি এক অসীম শুন্যতা।
কার ভালবাসা কে বুঝে! কার কান্না কে শুনে! সবাই শুধু নিজের ভাগেরটা বুঝে।
পৃথিবী কি জানে, যখন তার এক ভাগে কেউ খিলখিল করে হেসে উঠে, অন্য ভাগে তখন কিছু মানুষের মৃত স্বত্তা গুমরে কাঁদে!
হাতে গোলাপ ,হ্নদয়ে বিষাদের জ্বালা নিয়ে চিরচেনা প্রেমিকা এগিয়ে যায় তার ভালবাসার দাবী নিয়ে প্রিয়জনের কাছে। একই সময়ে পাশাপাশি শুয়ে গায়ের গন্ধে বিভোর দুটি মন ছুঁটে যায় দুই মেরুতে।
দেহের ক্ষত তো দৃশ্যমান। মনের ক্ষত দেখার কোন যন্ত্র আছে কি? এইযে সয়ে যাওয়া, এই যে মানিয়ে নেয়া, এত কিছু কেন? নারী বলে? নাকি মানুষ বলে? নাকি কেবল বেঁচে থাকার জন্যে?
যদি বেঁচে থাকাই মুখ্য হয়, তবে কেন নয় জীবন্ত ঘাসফড়িং কিংবা মাটির গায়ে বিছিয়ে থাকা ভেজা সবুজ হয়ে!
জীবনের নির্মল শুদ্ধতাগুলো কেন ঢাকা পরে যায় এক খন্ড ভুলের আড়ালে!
ধরিত্রীর কি ক্ষমা বর্ষণের সময় এখনো হয়নী তবে?
আমি আবারো আসবো। এক জনম যথেষ্ট নয়।অনেক প্রশ্ন বাকি। অনেক হিসেব বাকি।
Published by HB Rita on Tuesday, May 13th, 2014