দিনগুলো বছর

270637

তুমি ছাড়া
এক একটা দিন যেন বছর
ফাগুনে, বসন্তে, রঙ্গিন প্রজাপতি
অংশুর আলোক ছটাও যেন;
ফুটন্ত গোলাপের পাশে কাঁটার মত।
তুমি ছাড়া,
হাজার বছর যায়না বাঁচা
সকাল, দুপুর, সন্ধ্যা বিভাবরী
কূল ছাড়া যে ভাসে তরী
জল জোছনায় নিহিত তিমির
একলা আকাশে নাটাই বিহীন ঘুড়ি।
তুমি ছাড়া,
বুঝিনা কিছু
কষ্ট ত্রিদশ ছাড়েনা পিছু।
তুমি ছাড়া,
দিবস রজনী বিষাদে জড়ায়
নিশিথিনী বিষের পেয়ালা হাতে,
সিন্ধু বিষে বসুমতি সাজায়।