জেনে রেখো,
দুঃখের সাথে সন্ধি হয়না।
বুকের পাঁজর ভেদ করে সাজাবে দুঃখ কানন
নখরাঘাতে ছিন্নভিন্ন করে দিবে তোমার সাধন
সর্বগ্রাসী ঝড়ের বেগে উড়িয়ে নেবে তোমার সত্তা,
হৃদয় চিরে গলগল করে ঝড়াবে লোহিত রক্ত বন্যা।
দুঃখের সাথে সন্ধি করতে নেই।
বাঁচো যদি একটি দিন বীর সৈনিকের মত
মনোবলের আঘাতে জর্জরিত করো দুঃখকে
না হয় ঘোষণা দাও আত্ম-হননের
পরাজিত হওয়া যদি বাসনা হয় তোমার,
তবে কেন জীবন্মৃত নিঃশ্বাস নেওয়া?
যদি দুঃখই হয় তোমার উপাসনা,
তবে ধরিত্রীর বুকে কেন বোঝা হওয়া?
তোমার অসীম ক্ষমতায় উপড়ে দাও দুঃখের ভীত!
সন্ধি করোনা দুঃখের সাথে সন্ধি হয়না।
Published by HB Rita on Wednesday, June 11th, 2014
দুঃখের সাথে সন্ধি হয়না
Published by HB Rita on Wednesday, June 11th, 2014