দুঃখের সাথে সন্ধি হয়না

জেনে রেখো,
দুঃখের সাথে সন্ধি হয়না।
দুঃখ তোমার চিরশত্রু
আশীবিষে হৃদয় রাঙিওনা
বাঁচো একটি দিন যদি পারো;
দুঃখের মুখে কষাঘাত করে।
দুঃখ ছিলো,
আবারো আসবে
বুকের পাঁজর ভেদ করে সাজাবে দুঃখ কানন
নখরাঘাতে ছিন্নভিন্ন করে দিবে তোমার সাধন
সর্বগ্রাসী ঝড়ের বেগে উড়িয়ে নেবে তোমার সত্তা,
হৃদয় চিরে গলগল করে ঝড়াবে লোহিত রক্ত বন্যা।
তবু তুমি সন্ধি করোনা
দুঃখের সাথে সন্ধি করতে নেই।
বাঁচো যদি একটি দিন বীর সৈনিকের মত
ঘোষণা করে দাও বিদ্রোহের
মনোবলের আঘাতে জর্জরিত করো দুঃখকে
সন্ধি করোনা।
না হয় ঘোষণা দাও আত্ম-হননের
পরাজিত হওয়া যদি বাসনা হয় তোমার,
তবে কেন জীবন্মৃত নিঃশ্বাস নেওয়া?
যদি দুঃখই হয় তোমার উপাসনা,
তবে ধরিত্রীর বুকে কেন বোঝা হওয়া?
তোমার অসীম ক্ষমতায় উপড়ে দাও দুঃখের ভীত!
সন্ধি করোনা দুঃখের সাথে সন্ধি হয়না।