সংসারি মানুষ অনেক টা মাটিতে ছড়িয়ে থাকা গাছের শিকরের মত। এই শিকর এর প্রভাব যে কত ব্রিস্তৃত , কত গভির !!! শিকর যেমন শক্ত পায়ে পায়ে মাটি আকড়ে জড়িয়ে থাকে, গাছ উপড়ে ফেললেও , শিকরের শাখা প্রশাখা গুলো গেঁথেই থাকে মাটিতে আজীবন, সংসারি মানুষ গুলো ও ঠিক তেমন ! সুখ, দুখ, পাওয়া না পাওয়ার হিসেবের বেড়াজালে, একে অপর কে মায়ার শিকরে জড়িয়ে রাখে আজীবন। সংসার ভাঙে, সম্পর্ক ভাঙে, মায়ার এই পিছুটান আজীবন মানুষ কে দাপিয়ে বেড়ায় !!!
সংসার টা অনেকটা উড়নচণ্ডীর ব্যাগ কাঁধে ট্রেন ভ্রমন এর মত !ব্যাগ এ নিত্যদিনের প্রয়োজনীয় সব জিনিস পত্র গোছানো জেনেও, বহন করতে কস্ট হয় ! আবার ফেলেও দেয়া যায়না। সবই প্রয়োজনীয় জিনিস । পানীর বোতল , ব্রাশ , খাবার,গামছা, জামা, জুতা, ঔষদ ! ফেলে দিলে ভার কমে যেত । ভ্রমন টা আরেকটু সহজ হত । সংসার টাও এমনই । ছোট্ট ছোট্ট চাওয়া- পাওয়া ,হাসি-কান্না, দায়িত্ব , বিশ্বাস – অবিশ্বাসের বিন্দু বিন্দু জল কনা, বহন করে চলতে হয়। মাঝে মাঝে খুব ভার লাগলেও ,ফেলে দেয়া যায়না। আর যারা প্রয়োজন বোধ করে না ,তারা অনায়াসে ব্যাগ টা ফেলে দিয়ে ছুটে । ক্ষনিকের ভারমুক্ত হয় !কোন স্টেশন এ ট্রেন এর গতি থামলেই , জৈবিক চাহিদায়,পিছু ফিরে আবার ব্যাগটি খুঁজে ! আফসোস করে ! সংসারটি ঠিক এমনি ।সংসার যেন অনেকটা কারাগারের মত। বড় বড় উঁচু দেয়ালে মানুষ নামক প্রানী গুলো কে খাঁচিয়ে রাখে ! মানুষ সংসার ছেড়ে পালালেও, সংসার কেন জানি মানুষ এর পিছু ছাড়েনা!
আর সংসার ছেড়ে গেলেই কি সব ভুলে যাওয়া যায় ? পুরনো কথা, পুরনো সৃতিরা বার বার কি ফিরে আসেনা? পুরনো সেই মুখ, মুহূর্ত গুলো কি নীরভে মানুষ কে কাঁদায় না ? ছেড়ে যাওয়া কি এত সহজ ? সংসার ছেড়ে গেলেও , সংসার কি তাকে ছাড়ে ? সেই পুরনো ছাতা, পুরনো চা এর কাপ, প্রিয় গান গুলি, ধুলিপরা পুরনো দেয়ালে টানানো কেলেন্ডার , শব্দহীন কিছু আর্ত-চিৎকার, বিকেলের রোদে বারান্দায় বসার সেই আধা ভাঙা ইজি চেয়ারটা, ছোট্ট ছোট্ট ভাল লাগার মুহুর্ত গুলো, না বলা কিছু কথা……… পিছু কি টানেনা? মানুষ এর মুক্তি কিসে? কিছুই তো ছেড়ে যাওয়া যায়না !! মানুষ আসলে কখনই স্বাধীন ছিলনা। পরাধীনতার শিকলে আজীবন মানুষ বন্দি !!!!
পাওয়া না পাওয়ার হিসাব গুলো যখন স্পস্ট হয়ে উঠে , তখনই মন বিবাগী হয় ! সংসার ছেড়ে পালায় মানুষ। পুরনো হিসাবের খাতা ছুড়ে ফেলে। নতুন মলাটে মোড়ানো চকচকে খাতায় আবার লিখা শুরু হয়। নতুন করে কি আসলেই লিখা শুরু করা যায় ? পুরাতন কে মাড়িয়ে, নতুন করে শুরু করা কি খুব সহজ ? সহজ না। নতুন করে অনেক কিছুই শুরু করা যায়না। কোন এক একলা রাতে, মানুষ যখন নতুন করে সপ্নের কোলে ঢলে পরে, পুরনো বীভৎস সংসারের জমে থাকা পোকা মাকড় গুলো ,মাঝ রাতে সপ্নের দেয়াল বেঁয়ে বেঁয়ে এসে, দাঁতের আচড়ে কাটতে থাকে নতুন খাতার পৃস্টা গুলো। লিখা আর হয়না। আবারো মানুষের নতুন পৃস্টায় লিখার চেস্টা !!! সংসার এর এই অন্তহীন শুরুর খেলা চলে আমৃত্যু !
অনেক কিছুই ছেড়ে যাওয়া যায়না ! আর ছেড়ে গেলেই বা কি ? মানুষ কি কখনো পেরেছে নিজেকে একা সুখি করতে? দুই এর সম্মিলন হলেই না সুখ ! আর যারা পেরেছে, তারা মহান ! লালন, বাউল রা পথে পথে, তাদের লিখার মাঝে, তাদের ভাবনায় ,আজীবন সৃষ্টির রহস্য খুঁজে বেড়িয়েছেন । ওরা আমাদের দৃষ্টিতে নিঃস্ব হয়ে ছিলেন। সৃস্টিকর্তার দর্শন কতটা পেয়েছেন , কে জানে !!! সাধারন মানুষ কতটা পেরেছে সংসার এর মায়া ত্যাগ করতে ? কেউ পারেনা ! আমরা মাটিতে শিকড় জড়ানোর মতই, জড়িয়ে গেছি সংসারের মায়ায় !!!! মায়া মানুষের সব চেয়ে বড় দুর্বলতা ! মায়া জিনিস টা না থাকলে , সংসার এর পিছুটান টাও কিছুটা কম হত !
থাক না আমার ইচ্ছে গুলো
চার দেয়ালে বন্দি।
কৃস্নচুড়ার ডালে ডালে
একলা দিনের সন্ধি!
একলা রাতের নির্ঘুম শহর
ভাঙা তারার কস্ট!
বুকের মাঝে সিদ কেটে যায়
মৌনতা আজ স্পস্ট!
সপ্ন গুলো ধুলোয় ছড়ায়
এক নস্ট জীবনের গল্প।
চোখের পাতায় ক্লান্ত পৃথিবী
আলো টুকু ও সল্প! —
ডার্ক এভিল
প্রবাহমান জীবন ও কিছু কথা… !! পর্ব ৪
সংসারি মানুষ অনেক টা মাটিতে ছড়িয়ে থাকা গাছের শিকরের মত। এই শিকর এর প্রভাব যে কত ব্রিস্তৃত , কত গভির !!! শিকর যেমন শক্ত পায়ে পায়ে মাটি আকড়ে জড়িয়ে থাকে, গাছ উপড়ে ফেললেও , শিকরের শাখা প্রশাখা গুলো গেঁথেই থাকে মাটিতে আজীবন, সংসারি মানুষ গুলো ও ঠিক তেমন ! সুখ, দুখ, পাওয়া না পাওয়ার হিসেবের বেড়াজালে, একে অপর কে মায়ার শিকরে জড়িয়ে রাখে আজীবন। সংসার ভাঙে, সম্পর্ক ভাঙে, মায়ার এই পিছুটান আজীবন মানুষ কে দাপিয়ে বেড়ায় !!!
সংসার টা অনেকটা উড়নচণ্ডীর ব্যাগ কাঁধে ট্রেন ভ্রমন এর মত !ব্যাগ এ নিত্যদিনের প্রয়োজনীয় সব জিনিস পত্র গোছানো জেনেও, বহন করতে কস্ট হয় ! আবার ফেলেও দেয়া যায়না। সবই প্রয়োজনীয় জিনিস । পানীর বোতল , ব্রাশ , খাবার,গামছা, জামা, জুতা, ঔষদ ! ফেলে দিলে ভার কমে যেত । ভ্রমন টা আরেকটু সহজ হত । সংসার টাও এমনই । ছোট্ট ছোট্ট চাওয়া- পাওয়া ,হাসি-কান্না, দায়িত্ব , বিশ্বাস – অবিশ্বাসের বিন্দু বিন্দু জল কনা, বহন করে চলতে হয়। মাঝে মাঝে খুব ভার লাগলেও ,ফেলে দেয়া যায়না। আর যারা প্রয়োজন বোধ করে না ,তারা অনায়াসে ব্যাগ টা ফেলে দিয়ে ছুটে । ক্ষনিকের ভারমুক্ত হয় !কোন স্টেশন এ ট্রেন এর গতি থামলেই , জৈবিক চাহিদায়,পিছু ফিরে আবার ব্যাগটি খুঁজে ! আফসোস করে ! সংসারটি ঠিক এমনি ।সংসার যেন অনেকটা কারাগারের মত। বড় বড় উঁচু দেয়ালে মানুষ নামক প্রানী গুলো কে খাঁচিয়ে রাখে ! মানুষ সংসার ছেড়ে পালালেও, সংসার কেন জানি মানুষ এর পিছু ছাড়েনা!
আর সংসার ছেড়ে গেলেই কি সব ভুলে যাওয়া যায় ? পুরনো কথা, পুরনো সৃতিরা বার বার কি ফিরে আসেনা? পুরনো সেই মুখ, মুহূর্ত গুলো কি নীরভে মানুষ কে কাঁদায় না ? ছেড়ে যাওয়া কি এত সহজ ? সংসার ছেড়ে গেলেও , সংসার কি তাকে ছাড়ে ? সেই পুরনো ছাতা, পুরনো চা এর কাপ, প্রিয় গান গুলি, ধুলিপরা পুরনো দেয়ালে টানানো কেলেন্ডার , শব্দহীন কিছু আর্ত-চিৎকার, বিকেলের রোদে বারান্দায় বসার সেই আধা ভাঙা ইজি চেয়ারটা, ছোট্ট ছোট্ট ভাল লাগার মুহুর্ত গুলো, না বলা কিছু কথা……… পিছু কি টানেনা? মানুষ এর মুক্তি কিসে? কিছুই তো ছেড়ে যাওয়া যায়না !! মানুষ আসলে কখনই স্বাধীন ছিলনা। পরাধীনতার শিকলে আজীবন মানুষ বন্দি !!!!
পাওয়া না পাওয়ার হিসাব গুলো যখন স্পস্ট হয়ে উঠে , তখনই মন বিবাগী হয় ! সংসার ছেড়ে পালায় মানুষ। পুরনো হিসাবের খাতা ছুড়ে ফেলে। নতুন মলাটে মোড়ানো চকচকে খাতায় আবার লিখা শুরু হয়। নতুন করে কি আসলেই লিখা শুরু করা যায় ? পুরাতন কে মাড়িয়ে, নতুন করে শুরু করা কি খুব সহজ ? সহজ না। নতুন করে অনেক কিছুই শুরু করা যায়না। কোন এক একলা রাতে, মানুষ যখন নতুন করে সপ্নের কোলে ঢলে পরে, পুরনো বীভৎস সংসারের জমে থাকা পোকা মাকড় গুলো ,মাঝ রাতে সপ্নের দেয়াল বেঁয়ে বেঁয়ে এসে, দাঁতের আচড়ে কাটতে থাকে নতুন খাতার পৃস্টা গুলো। লিখা আর হয়না। আবারো মানুষের নতুন পৃস্টায় লিখার চেস্টা !!! সংসার এর এই অন্তহীন শুরুর খেলা চলে আমৃত্যু !
অনেক কিছুই ছেড়ে যাওয়া যায়না ! আর ছেড়ে গেলেই বা কি ? মানুষ কি কখনো পেরেছে নিজেকে একা সুখি করতে? দুই এর সম্মিলন হলেই না সুখ ! আর যারা পেরেছে, তারা মহান ! লালন, বাউল রা পথে পথে, তাদের লিখার মাঝে, তাদের ভাবনায় ,আজীবন সৃষ্টির রহস্য খুঁজে বেড়িয়েছেন । ওরা আমাদের দৃষ্টিতে নিঃস্ব হয়ে ছিলেন। সৃস্টিকর্তার দর্শন কতটা পেয়েছেন , কে জানে !!! সাধারন মানুষ কতটা পেরেছে সংসার এর মায়া ত্যাগ করতে ? কেউ পারেনা ! আমরা মাটিতে শিকড় জড়ানোর মতই, জড়িয়ে গেছি সংসারের মায়ায় !!!! মায়া মানুষের সব চেয়ে বড় দুর্বলতা ! মায়া জিনিস টা না থাকলে , সংসার এর পিছুটান টাও কিছুটা কম হত !
থাক না আমার ইচ্ছে গুলো
চার দেয়ালে বন্দি।
কৃস্নচুড়ার ডালে ডালে
একলা দিনের সন্ধি!
একলা রাতের নির্ঘুম শহর
ভাঙা তারার কস্ট!
বুকের মাঝে সিদ কেটে যায়
মৌনতা আজ স্পস্ট!
সপ্ন গুলো ধুলোয় ছড়ায়
এক নস্ট জীবনের গল্প।
চোখের পাতায় ক্লান্ত পৃথিবী
আলো টুকু ও সল্প! —
Published by HB Rita on Thursday, May 1st, 2014