মৃন্ময় ১৪
এ শহর, পথের ধুলো আমার মনের কথা শোনে দেয়ালের গা ঘেঁষে শ্যাওলা বিস্তর আবরণ রাতের আঁধার আর আমি আকাঙ্ক্ষায় দীপ্ত কিছু প্রহর, রাত জাগা বিরহের সুর মৃন্ময়, তুমি আমার শ্বাসরুদ্ধকর এক জলবায়ু। যদি পারো, এক চুম্বনে কিছু বিষ ঢেলে দাও রক্তের শিরায় শিরায় অহর্নিশ তোমার স্পন্দন থেমে যাক নয়তো আমার বুকের সস্তা জমিনে কবর খুঁড়ে […]
মৃন্ময় ১৩
খুব বেশী নয়, সামান্য কিছু ভালোবাসা হাতে তোমায় ঋণী করে রাখছি। দেখো নিষ্পলক তোমার প্রতীক্ষায়, দিন যায়, যায় রাত এক পৃথিবী ভর্তি দামী মোহর, আর অন্যদিকে তুমি এপারে অথৈ সাগর ভরা সুখ ওপারে তোমার ভাঙ্গা বেড়ার ফাঁকে দুঃখবিলাস দুঃখবিলাসী হয়েই তোমাকে চাইছি। গভীর কোন শোকে যখন তুমি মুহ্যমান কিংবা তলিয়ে যাচ্ছো তুমি কোন অজানা […]
Continue reading
Published by HB Rita on Saturday, January 18th, 2014