অনুধাবন !

beautiful-cute-fashion-forever-alone-girl-Favim.com-181815_large girl_in_the_window_by_tenchiko

 

জ্বানালার গ্রীলের ফাঁকে বৃদ্বাটির আঙুল গুলো স্থবির! কি যেন এক ভীষন ভয়ে আঁকরে ধরে আছে জ্বানালায়। চোখের দৃস্টি হীমপ্রবাহ কেও হার মানায়! ঠিক যেনো মৃত মাছের চোখ! অচল, অনড়! সেই দৃস্টিতে নেই কোন আক্ষেপ, অভিযোগ, চাওয়া-পাওয়ার অংক! পৃথিবীর কারো প্রতি নেই কোন দাবী! আছে শুধু প্রবল বিস্ময়! চুল গুলো এলোমেলো দুপাশে ছড়ানো। এ কেমন স্থিরতা চোখে!! এই স্থিরতা যেন একটা আকাশ কেও বেদনায় নুঁইয়ে দেয়।এক পৃথিবী ধ্বসে পরে।এত শান্ত শীতল চোখ! অথচ এত ভয়ংকর তার দৃস্টিশক্তি!!! চোখে চোখ মিলানো যায়না।ও চোখে তাকালেই চোখ পুড়ে যায়। কালো মেঘের দল মনের আকাশে উড়ে উড়ে যায়। ও চোখে নেই শ্রাবন মেঘের ছায়া, নেই অভিমান।আছে কেবল অশান্ত বিষাদের ছায়া! মাঝে মাঝে চোখের গোলাকার কালো বৃত্তটি এদিক ওদিক ঘুরে। কি খুঁজে ওই দৃস্টি!! হাড়িয়ে যাওয়া এক জীবন? নাকি হিসেবের খাতায় পাতায় পাতায় ছিল যত ভুল? কি খুঁজে ওই দৃস্টি!! ও দৃস্টিতে এত বিস্ময় কেন? ও দৃস্টি এত অস্থির কেন? নার্স এসে বৃদ্বাটি কে সময় মাফিক ঔষদ খাইয়ে বিছানায় শুইয়ে দিয়ে গেল।যাওয়ার সময় ধবধবে সাদা চাদরটি গায়ে টেনে দিল। সে এখন ঘুমুবে। জাগতিক কোন ভাবনা, ফেলে আসা অতীত, বয়ে যাওয়া সময়, কিছুই তাকে আর স্পর্শ করেনা।নিজের মাঝেই নিজেকে হাড়িয়ে বিস্মিত হবার এক আশ্চর্য্য ক্ষমতা চোখে ধারন করে নির্জীব এই বৃদ্বার এখন সময় বয়ে যাওয়া।

কে এই বৃদ্বা নারী? আমার প্রতিচ্ছবি নয়তো!! তাই তো! সেই একি মায়াময় চোখ! চোখের কোলে রাজ্যের ক্লান্তি।সেই ভরাট পুরো ঠোট। সেই কলমীলতার ডগার মত সরু আঙুল। সেই একি ভংগীতে এক পাশ হয়ে শোয়া! নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই আঁতকে উঠলাম। কি ভয়ংকর!!!

ডার্ক এভিল।