নতুন এর ভিতর পুরাতন

বাউল, ভাটিয়ালি, জারি-সারি
এখন পুরানো জল স্যাঁতসেঁতে ঘরে আবদ্ধ ।
সময় ভাসে আধুনিকতার স্রোতে
গীটার এর ঝঙ্কারে সমাজ মুখরিত।
বনফুল ,লজ্জাবতীরা এখন
ফুটে নগরীর রংচটা টবে
পথিকের ক্লান্ত হাঁটা
দারিদ্রতার প্রতীক হয়ে উঠে।
এখন আর তাঁতের শাড়ী,ধুতিতে
বঙ্গ নৃত্তে মাতেনা নগরী
এখন আর দীর্ঘ প্রতিক্ষায়,
হলদে খামে আসেনা চিঠি।
আতশবাজি স্থান পায় না এখন
বাৎসরিক নানান উৎসবে
ডিজে ,রক, ডিসকোতে সভ্যতা মাতে,
পুরানো সংস্কৃতি উঠে কেঁদে ।
নারীর ক্রন্দন এখন আর শুনিনা
পিতৃ গৃহ বিদায় কালে
ডাস্টবিনে খুঁজে পাই নিষ্পাপ দেহ,
আধুনিকতার বেড়াজালে।
নদীতে সাঁতার কাটা হয়না এখন আর
হয়না দীঘিতে শাপলা তোলা
সুইমিংপুল আর ফুলের দোকানগুলি,
দিয়েছে শৈশবের ঘরে তালা।
সূর্য ডুবে একই নিয়মে
চাঁদ তেমনি আছে
সভ্যতার হয়েছে ক্ষয়,
হেরেছি সময়ের কাছে ।