ঝিঙে সরু কোমরে রুপোর বিছায় এক কিশোরী।
এক্কা দোক্কা খেলায় শরীরের ভাঁজে ভাঁজে ঢেউ
বনলতার মাধুর্য মাখা অবয়ব
হেলায় হেলায় বেলা বয়ে যাওয়া;
যামিনীর কোলে নেশাতুর আবেগ সমর্পণ।
অষ্টপ্রহরে জেগে উঠা স্বপ্ন
কাজল কালো ছলছলে আঁখিতে বিষাদের অশ্রুদানা
ভরা পূর্ণিমায় উদ্যম নৃত্যে
জোছনার আলোয় সিক্ত হওয়ার বাসনা!
কালবৈশাখী ঝড়ো হাওয়ায় উড়ুউড়ু চুল
বুনো ষাঁড়ের মত তেড়ে আসা জিদ
বহুবার আল্পনা পায়ে মলের ঝনঝনানি
পুরোটা আকাশ নিজের করে পাওয়া,
নাটাই বিহীন ঘুড়ি উড়ার মত;
বনে বাদারে আকাশপানে স্বপ্ন ছোঁড়া।
মাতাল করা আবেশে কারো গা জড়িয়ে থাকা
চকচকে সোনালী রোদ্দুর উঠোন ভরা
এক ফালি জ্যোৎস্নার ভাগ মুঠো ভরা,
তমিস্রায় যেন সদ্য ফোটা গোলাপ।
একটা ভোরের ভেজা চুল, হয়তো
ক্লান্ত দুপুরে বুকের ভাঁজে ঘাম
সন্ধ্যার মুখে প্রিয়র মুখে শোনা নাম
পিছনে তাকালেই কেন মনে পড়ে?
সবুজে সবুজে ছেঁয়ে যাওয়া শষ্য ক্ষেত
কুঁমড়ো মাচায় ঝুলে থাকা গৃহিনীর সুখ
অশ্বথের তলে ক্লান্ত কৃষক,
লজ্বাবতী ঘোমটা টেনে রক্তাক্ত মুখ;
পিছনে তাকালেই কেন মনে পড়ে
একটি যুবকের লোমশ উন্মুক্ত বুক
বিন্দু বিন্দু ঘামে দেহের মাধুর্যতা
প্রথম স্পর্শে কেঁপে কেঁপে উঠা,
চকিতেই লজ্জ্বায় দৌড়ে পালানো!
পিছনে তাকালেই কেন মনে পড়ে এতসব?
মনে পড়ে
Published by HB Rita on Friday, June 20th, 2014