মানুষ বলেই

199

আমি মানুষ।
হয়তো মানুষ বলেই,
আবেগ আছে, অনুভূতি আছে, কষ্ট আছে
মানুষ বলেই, আকাশ ছুঁতে ইচ্ছে করে
মেঘেদের মেলায় হারিয়ে যেতে ইচ্ছে করে।
বৃষ্টিতে ভিজে সবুজ ঘাসের শিশির বিন্দুতে উল্লাস খুঁজে পাই।
আমি মানুষ বলেই,
মন খারাপ হয়, কষ্ট জাগে চোখের পাতায়
ছুটে যাই নদীর পাড়, কিংবা সবুজ ঘাসের মাঠে।
মানুষ বলেই আনন্দে হাসি, না পাওয়ায় কাঁদি
ছোট ছোট ভুলে ভেঙ্গে পড়ি, শোকে মুহ্যমান হই।
আমি মানুষ বলেই,
রাতের আকাশে নক্ষত্রের মেলা এত ভালো লাগে
ঘাসফড়িং প্রজাপতি হয়ে মন উড়ে যায় বনে বাদাড়ে।
আমি মানুষ তাই, ভালোবাসি
একবার নয়,
বহুবার প্রেম এসে কড়া নাড়ে আমার মনের দুয়ারে
হয়তো মানুষ বলেই, ভুল করি
ভুল করেই আবার ভালোবাসি।
হয়ত মানুষ বলেই, আমি আবারো ভালোবাসবো
কেউ একজন গেঁথে থাকবে আমার কবিতার ছন্দে
কিংবা নষ্ট কবির নষ্ট কাব্য হয়ে বিনা বাজিয়ে যাবে হৃদয়াঙ্গনে।
আমি মানুষ বলেই,
কাউকে রেখে দেই সংগোপনে মনের গহীনে বছর বছর ধরে
জীবনের প্রথম স্পর্শ,
প্রথম প্রেম ঘুরে ফিরে হানা দেয় হাজারো সুখের ভিড়ে।
মানুষ বলেই কোমলতায় কুঞ্চিত আমি
মা এর কঠিন স্বর
কিংবা বন্ধুর মলিন মুখ, বিষাদের ঝড় নামায় বুকে।
মানুষ বলেই হয়তো, মানুষের চলে যাওয়া মেনে নেই
পোষা বিড়ালটি খুঁজে না পেলেই কষ্টে কুঁকড়ে যাই।
মানুষ বলেই,
বিবেক জেগে উঠে কোন এক মধ্যাহ্নে
অবহেলিত চোখের অসহায়ত্বে প্রাণ কেঁদে উঠে।
আমি মানুষ বলেই,
বাসনায় আমার কামাতুর দৃষ্টি নুইঁয়ে আসে
পাওয়ার লোভে চোখ চিকচিক করে উঠে।
আমি মানুষ, তাই সুখেও কাঁদি, দুঃখেও কাঁদি
পরক্ষণেই ভুলে যাই হাজার বছর পুরনো ব্যথা
মৃত্যু শোকে কষ্টিত হৃদয়েও পুষ্প ফুটে কোন এক বসন্তে।
মানুষ বলেই হয়তো, আমৃত্যু দুঃখ পুষি মনের ভিতর
মানুষগুলো হারিয়ে যায়, মায়ায় আটকে থাকি জীবনভর
শৈশব খুঁজি হৃদয় ভারাক্রান্ত কোন দুপুরে,
কিংবা স্মৃতির পাতায় খুঁটে খুঁটে হই দুঃখবিলাসী।