তুই অবলার বক্ষে দাঁতের আঁচড় বসাস
তুই ক্ষুদার্থ কুকুর, তুই দানব
তুই প্রসুতির দেহে দুর্গন্ধময় লালা ঝড়াস।
তুই সৃষ্টির সেরা ভুল তুই অভিশাপ
তুই করিস না ভয় সৃষ্টিকর্তার
তুই নারীর নষ্ট অধ্যায়, ঘুণে ধরা ইতিহাস
তুই অনাসৃষ্টি, তুই ঘৃণ্য দৃষ্টি সবার।
সত্যের মোকাবিলায় তুই ভীরু
ভেঙে গুড়িয়ে দে সব অনাচার।
তুই পারিস কি বল ভীরু নর্দমার কীট,
গলাপঁচা বিবেক তোর, দুর্গন্ধময়
ক্ষুদা নিবারণে মায়ের সম্ভ্রম লুটে
ঢেকুর তুলিস, প্রাণে তাও কি সয়?
তুই জ্বলন্ত হাবিয়া,তুই আগুনের ফুল্কি
মা এর দেহেও খুঁজিস রসালো উল্কি।
তুই অন্ধ, তুই বধীর, তুই পাপী-নিকৃষ্ট
পশু নিষ্পাপ, পশু বিবেকহীন বধীর,
তুই পঞ্চ ইন্দ্রিয় অধীকারী শয়তান
দখলে নিবেনা তোকে চিরস্থায়ী কবর।
তুই অচ্যুত, তুই শকুনের চেয়েও নীচ
তুই জীবন্ত দেহ থেকে চুষে নিস রক্ত
নিস্পাপ শিশু,বৃদ্ধা ছাড় নেই কারো
মস্তিষ্ক বিকৃত তুই, মানুষ হতে বিভক্ত।
যার দ্বার প্রান্তে তুই মাথা উঁকি দিয়ে
পৃথিবীর আলো দেখেছিলি একদিন
চেটে খাস সেই নির্জীব নারীর যোনী
পৃথিবী ভুলবেনা তোকে কোনদিন।
পশুর গুহ্যদ্বারে কিলবিল করা কীটে
তুই কাপুরুষ,গর্ভজাত মায়ের কলঙ্ক
কাপুরুষ
Published by HB Rita on Sunday, August 17th, 2014