HB Rita's Official Website
HB Rita's Official Website
RSS
Home
My Poems
Bangla Poems
মৃন্ময় সিরিজ
English Poems
Short writing
Compositions
Short Story
Thinking the Humanity
Social Activities
Voice for Human Rights
Articles
About me
Contact
যুবতী
যুবতী, তোমার বয়স কত
ছোট্ট না হয়, হলেই বড়
তোমার প্রেমে হারিয়ে গেছি
স্বীকার কর বা নাই কর।
যুবতী, তোমার কেশ কালো,
চোখের কোণে জ্বলছে আলো
রাঙা ঠোঁটে কিসের নেশা
ছুঁতে লাগে এত ভালো!
শুনেছি তুমি অনেক বড়
কি আসে যায় তাতে কারো,
ভালোবাসায় সব পুষিয়ে দেবো
যত খুশী তত মারো।
যুবতী তোমার ভেজা চুলে
হৃদয় নাচে ঢেউ তুলে
কোমর দুলিয়ে হেঁটে যাওয়া
জগত সংসার যাই ভুলে।
যুবতি তোমার আঙ্গুলের ডগায়
শিশির বিন্দু খেলা করে
ঘর্মাক্ত নাকের ডগা ছুঁয়ে
মনে আমার নেশা ধরে।
যুবতী, একটু দাও না ছুঁতে
মেহেদি রাঙা কোমল হাতে
মরে যাব কথা দিলাম
জগত সংসার এক করে।
যুবতী, তোমায় ভালোলাগে
মনের কোণে পিপাসা জাগে
মুহূর্তগুলো বছর লাগে
এমনটি কখনো হয়নি আগে।
ও যুবতি দাও না খুলে,
লজ্জার দুয়ারে তালা ঝুলে
বন্ধ ঘরে তোমার কোলে
বাধা নিষেধ আজ যাব ভুলে।
যুবতী, তোমার কোমরের বিছা
বিশাল সাগরে ঢেউ তুলে
এলো চুলের কোমল ছোঁয়ায়
ছন্দে আমার স্বপ্ন দোলে।
ও যুবতী, যেওনা চলে
আমার মনে স্বপ্ন ঢেলে
রাতের ঘুমটা নষ্ট করে
মুচকি হেসে কোথায় গেলে।
যুবতী তোমার বয়স কত?
মিষ্টি হেসে যাওনা বলে!
Published by HB Rita on Friday, June 1st, 2012
কে ডাকে
আলো আঁধার
Loading...
যুবতী
Published by HB Rita on Friday, June 1st, 2012