যখন অসময়ে ডুবে যায় শুক্লাপক্ষের চাঁদ
যখন বেলা শেষে তমিস্রায় ঢাকে নির্ঘুম রাত
যখন ইন্দুধনু উঁকি দেয় ওই দূর অম্বরে
যখন বেদনার উর্মি গর্জে নীল সাগরে,
যখন ভোরের আলোয় নিভু নিভু ঘুমাতুর চোখে
ক্লান্ত দুপুরে স্যাঁতসেঁতে ভেজা কাপড়ে,
অলস বিকেলে চা এর কাপ এ প্রথম চুমুকে,
কিংবা, শুন্য বিছানায় আনমনে পাশ ফিরি,
যখন ঘুম ছুটে যায় মাঝ রাতে ভুল করে
বহুদিনের পোষা পাখি যখন না ফিরে নীড়ে
যখন একলা মনে হেঁটে বেড়াই সাগর তীরে
যখন উদাস দুপুরে নিজেকে হারাই লোকালয়ের ভিড়ে,
যখন ভালো লাগেনা আর কিছুতেই বাদলা দিনে
কদম ফুলের সুভাস যখন বিষাদ ছড়ায় মনে,
যখন হাজারো সুখে গোপন কান্না ঢেউ খেলে যায় প্রাণে
যখন বুঝে পাইনা মন ছুটে যায় কিসের টানে,
Published by HB Rita on Thursday, April 17th, 2014
মন কাঁদে
Published by HB Rita on Thursday, April 17th, 2014