হিউম্যান সাইকোলজি

মানুষের আচরন ও হিউম্যান সাইকোলজি:

# যখন কোন মানুষ সবসময়ই খুব হাসে, এমন
কি সামান্য কোন ব্যাপার নিয়েও হাসি চেপে রাখাতে পারে না,
বুজতে হবে, সে গভীর কোন হতাশা বা দুঃখ লুকাতে চায়। তিনি আসলে একা।
.
# যদি কোন মানুষ খুব বেশি ঘুমায়
তবে সে একজন দুঃখী ব্যক্তি।।
.
# যদি কোন মানুষ সবসময় কম কথা বলে কিংবা দ্রুত কথা বলে,তবে তিনি কিছু গোপন করছেন। তিনি অস্থির।
.
# যদি কোন মানুষ, ভয়ংকর পরিস্থিতেও কখনো
কাঁদতে না পারে, তবে তিনি কঠিন মনের অধিকারী।
.
# যদি কোন মানুষ খাওয়ার সময় ধীরে ধীরে খায়, তবে বুজতে হবে তিনি খুব চিন্তিত।।
.
# যদি কোন মানুষ খুব সাম্যান্য ব্যাপারে কেঁদে
ফেলে তবে সে নরম মনের মানুষ।।
.
# যখন কোন মানুষ সমান্যা ব্যাপারে রেগে যায়, তবে সে অবহেলিত। তার ভালোবাসা প্রয়োজন আছে।

# যদি কোন মানুষ অন্যের প্রতি ঈর্শ্বা বোধ করে, তবে তার ব্যার্থতা রয়েছে।
.
# যদি কোন মানুষ একরোখা জেদি হয়, তবে সে বন্চিত।