কাছে এলেই সব কেমন অস্পষ্ট হয়ে উঠে!
কুয়াশায় ঢেকে আছে একটা আকাশ
স্বচ্ছ আবরণে ভালো লাগাগুলো মোড়ানো
হিমাংশুর প্রভায় যেমন প্রভাবিত পথিকের চোখের জ্যোতি;
যেমনটি অশ্রুসজল কাজল পড়া ললনার দৃষ্টিশক্তি।
কাছে এলেই সব কেমন ঘোলাটে হয়ে যায়
কিশোরীর বাড়ন্ত যৌবন সমার্পণে,
নদীর শীতল জলরেখা যেমন ফুলে ফেঁপে উঠে
নেশাতুর দৃষ্টি তরঙ্গে কামনায় যেমন উর্মি দোলে
তেমনি ঘোর লাগা বিষাদে মন ছেঁয়ে যায়!
মনে হয় সব আবছা আলোয় ছেঁয়ে গেছে সব।
কাছে এলেই সব কেমন অচেনা হয়ে যায়
পাখ-পাখালীর কন্ঠে বাজে মৃত কান্নার সুর
আমার ভিতরের আমি হয়ে যাই ভিন্ন কেউ
Published by HB Rita on Sunday, May 25th, 2014
দূরেই থাকো তুমি
Published by HB Rita on Sunday, May 25th, 2014