আহত বধীর পাখি
শিকাড়ীর গুলিতে ছিন্নভিন্ন হৃদয়,
শিকাড়ীর শিকার হয় ক্ষনে ক্ষনে!
যন্ত্রনায় ছটফটিয়ে মরে
তবু অভিযোগ নেই কোনো,
নিশ্চল সয়ে রয় ব্যাথাতুর প্রানে!!!
আসামীর কাঠগড়ায় ঠায় দাড়িয়ে,
এখানেও শীতল বারিধারা বয়,
আশীবিষে দংশিত
রয়ে রয়ে সয়,
অবুঝ চিত্তে তমদ্বারে
কত কথা কয়!!
বুঝে না বাহির, বুঝেনা ভিতর..
কালের বিবর্তনে,
শব্দেরাও নিথর!!!
বরফ দুঃখ
আহত বধীর পাখি
শিকাড়ীর গুলিতে ছিন্নভিন্ন হৃদয়,
শিকাড়ীর শিকার হয় ক্ষনে ক্ষনে!
যন্ত্রনায় ছটফটিয়ে মরে
তবু অভিযোগ নেই কোনো,
নিশ্চল সয়ে রয় ব্যাথাতুর প্রানে!!!
আসামীর কাঠগড়ায় ঠায় দাড়িয়ে,
এখানেও শীতল বারিধারা বয়,
আশীবিষে দংশিত
রয়ে রয়ে সয়,
অবুঝ চিত্তে তমদ্বারে
কত কথা কয়!!
বুঝে না বাহির, বুঝেনা ভিতর..
কালের বিবর্তনে,
শব্দেরাও নিথর!!!
Published by HB Rita on Saturday, June 28th, 2014