সেও বদলায়নি, শুধু বদলে গিয়েছে সময়।
এখনো সে খালি পায়ে সবুজ ঘাসের শিশির ডগায়
অশ্রুতে অশ্রুতে লিখে ইতিহাস
এখনো মল পায়ে একাকী সন্ধ্যা, তম বিষাদে
বুকে নামে আমার দীর্ঘশ্বাস।
নিশীথে এখনো খুঁজে খুঁজে পুরানো সুখ,
এখনো আমি অষ্টপ্রহর জোছনার আলোয় ভিজবো বলে,
হারিকেনের আলোয় সরাই আঁধার।
একি শশীর কিরণে জ্বলে ভরে চোখ
একি ধরনীর বুকে আছড়ে পড়ে কষ্ট
এখনো সেই নিমতলে, ডাক্তার কাকা বসে বাক্স কোলে
মাথার উপর রবি ঠাঁয় দাঁড়িয়ে
শুধু সে আসেনা ছলেবলে, পথ্য নেয়ার মিছে কৌশলে
ডাকেনা আমায় দু’হাত বাড়িয়ে।
প্রকৃতি ঝিমিয়ে পড়ে, বসুমতি ঘোমটা টানে লাজে
বছর হতে যুগ পেড়িয়ে, কষ্ট পুষি যতনে বুকের ভাঁজে।
যদি পৃথিবী কাঁদে করুণ সুরে
কোন এক একলা রাতের দ্বি-প্রহরে,
ক্ষরায় জাগে দুঃখের নদীতে চর।
Published by HB Rita on Sunday, June 8th, 2014
বদলে যায় সময়
Published by HB Rita on Sunday, June 8th, 2014