বহু বছরের পুরানো ব্যথাটা, ফিরে ফিরে আসে
বহু বছরের পুরানো ছাদ ধসে না যায় পাছে।
বহু বছরের পুরনো ভয়টা বাসা বাঁধে চিত্তের মাঝে।
বিহঙ্গের কলতান দূর গগনে,সন্ধ্যায় নামায় রাত্রি
ভয় আমার দুয়ার মাড়ায়, জালাই হরশ বাতি।
বহু বছরের পুরানো ভয়টা ফিরে ফিরে আসে
পু্র্ণতার থালা খুঁজে পাই দুর্গন্ধময় লাশে।
বহু বছরের পুরানো দুঃস্বপ্নগুলো ঘুরে ফিরে আসে
নৈঃশব্দ্যতায় আমার প্রাণ,উচ্চসুরে হাসে।
তিন কদমে যায় রাস্তা ফুরিয়ে
সীমাবদ্ধতায় অন্তর্নিহিত জৈবিক চাহিদা
বহু বছরের পুরানো কান্নারা ফিরে ফিরে আসে
বহু বছরের পুরানো অভ্যাস; আজো কাঁদায় সন্ধ্যা সাঁঝে।
Published by HB Rita on Monday, June 2nd, 2014
পুরানো ব্যাথা
Published by HB Rita on Monday, June 2nd, 2014