সকাল,দুপুর সন্ধ্যা বিকাল,
নক্ষত্রের মেলা আঁধারে হারায়,
রাত হয়ে যায়, রাত হয়ে যায়; আমার কেবল রাত হয়ে যায়!
কাছে গেলেই স্বচ্ছ আকাশ নীলে নীলে ছেঁয়ে যায়।
যেদিকেই পদচারণ আলোর খুঁজে,
কষ্টেরা দেখি লাল,নীল,হলদে,বেগুনী রঙে সাজে!
স্বপ্নগুলো ছুঁতে গেলেই এদিকওদিক দৌড়ে পালায়,
রাত হয়ে যায়, রাত হয়ে যায়; আমার কেবল রাত হয়ে যায়।
জোনাকী পোকার কষ্টগুলো সেই আঙিনায় জ্বলে-নিভে;
ধরতে গেলেই ছুটুছুটি, আবার আঁধারে হারিয়ে যায়।
আমার চোখে বিশ্বের উচ্ছলতা স্থির হয়ে যায়,
সময়, ভোর, দুপুর, বিকেল সব কেবলই রাত হয়ে যায়।
রাত হয়ে যায়, ভুল হয়ে যায়, ভুলে ভুলে আঁধার ঘনায়
সেই আঁধারে ভীষণ কালো, বেসুরে কেউ খুব ডেকে যায়,
শরীর ভুলে যায় ভিজে মাটির গন্ধ, স্
হাজার রঙে আকাশ সাজাই, তবু;
বেলা শেষে কেবলই রাত হয়ে যায়।
আমার কেবল রাত হয়ে যায়
Published by HB Rita on Tuesday, June 10th, 2014