About me

Welcome to HB Rita’s poem collection

HB Rita

আমি HB Rita ইউএসএ প্রবাসী। পেশায় একজন Special Education School Educator হিসাবে নিযুক্ত । ছোটকাল থেকেই আমার বাবাকে দেখে বাংলা সাহিত্যের প্রতি আকর্ষন অনুভব করি। বহু বছর দেশ ছেড়ে বাহিরে । পড়াশুনা নিউ ইয়র্কে সম্পন্ন করেছি। লেখালেখি ছাড়াও সামাজিক ও মানবিক উন্নয়নে, নিডি মানুষদের পাশে দাঁড়াতে ভালবাসি। যখনই সুযোগ হয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে মানবসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখি। “Thinking the Humanity” নামক আমার একটি মানবসেবামূলক অর্গানাইজেশন রয়েছে। মানবতামূলক কাজে, আমার ফেইসবুক পেইজের সকল কবি নবীন লেখক/লেখিকারা সর্বদা আমার শক্তি হিসাবে অসামান্য প্রগতিশীল ভুমিকা রাখেন।

আমার ব্যাক্তিগত ফ্যান পেইজ-

আমার সাহিত্য বিষয়ক ফেইসবুক পেইজ-

আমার মানবিক সংগঠন ওয়েবসাইট- 

        থিঙ্কিং দ্যা হিউমানিটি

এছাড়াও নবীন লেখক/লেখিকাদের প্রতিভা বিকাশের প্রচেষ্টায়, আমার আরো একটি ওয়েবসাইট রয়েছে যাতে সবাই নিজ নিজ কাব্য ও কবিতা সুরক্ষিত রাখতে পারেন।

মূল্যবান সময় ব্যায় করে আমার ওয়েবসাইটটি ঘুরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ।