যদি আরেক জনম পাই,
তবে ঠিক তোর মত করেই তোকে ভালোবাসবো।
এ জনমে তোকে বুকে নিতে চাই না!
বুকের ক্ষতে ঝাপসা রাতে,
বীভৎস দুর্গন্ধময় অশরীরি ছায়া সন্নিকটে
তুই বিলুপ্ত হয়ে যাবি!
এক জীবনের কিছু ভুলে, অতীতের আঁধার বটতলে
এক জনম আমার যায় রসাতলে….
মৃন্ময়
নাসিকা রন্ধ্রে,
তুই বুকের উপর বসে আছিস ভালোবাসার তলোয়ার হাতে।
মৃন্ময় ৩৯
Published by HB Rita on Sunday, June 1st, 2014