তবে একটা বছর ভিক্ষা চাইবো
তবে পুরো জীবনটা ছিনিয়ে নেবো ।
এক মুঠো জ্যোৎস্নার আলো ছড়িয়ে দেবো জীবনের ভাঁজে ভাঁজে
গলির মোড়ে, পথে, শহরে, নদীর মোহনায়
জলতরঙ্গের খেলায়, আলো আঁধারীর মেলায়
অশ্বথের ছায়ায়, ঘরের কোণায়, ডোবা-নালায় ব্যাঙাচির ভেলায়
সর্বত্র পুঁতে দেবো ভালোবাসার বীজ।
চেয়ে নেবো বিঘা খানিক জমিন
যেখানে কেবল তোমাতে আর আমাতে হবে ফসল ফলন!
যাদুর কাঠিতে চাঁদকে থামিয়ে দেবো এক রাত্তির জন্য
সময়ের পা জাপটে বেঁধে দেবো প্রেম।
পৃথিবীর সকল যান্ত্রিকতা নিশ্চল হয়ে পড়ুক
আর আমার ভিতর দ্বৈত স্বত্তার আগমন।
হাজার জনম বেঁধে দেবো মৃন্ময় তোমার পা’য়ে।
Published by HB Rita on Friday, May 30th, 2014
মৃন্ময় ৩৮
Published by HB Rita on Friday, May 30th, 2014