মৃন্ময় ৩৮

যদি একটা দিন বাঁচি,
তবে একটা বছর ভিক্ষা চাইবো
যদি একটা বছর বাঁচি,
তবে এক যুগ চেয়ে নেবো
যদি এক যুগ বাঁচি,
তবে পুরো জীবনটা ছিনিয়ে নেবো ।
তারপর,
এক মুঠো জ্যোৎস্নার আলো ছড়িয়ে দেবো জীবনের ভাঁজে ভাঁজে
গলির মোড়ে, পথে, শহরে, নদীর মোহনায়
জলতরঙ্গের খেলায়, আলো আঁধারীর মেলায়
অশ্বথের ছায়ায়, ঘরের কোণায়, ডোবা-নালায় ব্যাঙাচির ভেলায়
সর্বত্র পুঁতে দেবো ভালোবাসার বীজ।
অতঃপর,
চেয়ে নেবো বিঘা খানিক জমিন
যেখানে কেবল তোমাতে আর আমাতে হবে ফসল ফলন!
যাদুর কাঠিতে চাঁদকে থামিয়ে দেবো এক রাত্তির জন্য
সময়ের পা জাপটে বেঁধে দেবো প্রেম।
পৃথিবীর সকল যান্ত্রিকতা নিশ্চল হয়ে পড়ুক
কেবল তুমি আর আমি
আর আমার ভিতর দ্বৈত স্বত্তার আগমন।
যদি একটা দিন বাঁচি…..
হাজার জনম বেঁধে দেবো মৃন্ময় তোমার পা’য়ে।