পর্থিবীর সকল আলো নিভে যাক ঘুটঘুটে আঁধারে ক্ষুদ্রবিন্দু জ্বোনাকীর আলো হয়ে আমি জেগে থাকি কিংবা গভীরতর আঁধারের খোঁজে; আবারো আঁধারের গহীনে ঢুকে যাই সুরঙ পথে। পৃথিবীর চোখে ঘুম হয়ে যাই এক নিমিষে।
Published by HB Rita on Friday, July 25th, 2014
Loading...
মৃন্ময় ৪৬
পর্থিবীর সকল আলো নিভে যাক
ঘুটঘুটে আঁধারে ক্ষুদ্রবিন্দু জ্বোনাকীর আলো হয়ে
আমি জেগে থাকি
কিংবা
গভীরতর আঁধারের খোঁজে;
আবারো আঁধারের গহীনে ঢুকে যাই সুরঙ পথে।
পৃথিবীর চোখে ঘুম হয়ে যাই এক নিমিষে।
Published by HB Rita on Friday, July 25th, 2014