মৃন্ময় ৪০

এসো একটা ঘর বানাই
আমি, তুমি আর এক গুচ্ছ নীলপদ্ম!
স্বপ্নীল ভোর,কলমী ডগায় শিশিরের বিন্দু
গুটি কয়েক উই পোকা; মাকড়শার জালে ভাসমান জীবনের পতন
টিনের চালায় টুপটুপ টুপটুপ,আঁধারে জোনাকীর শোকবার্তা
অতঃপর, তুমি আমি মুখোমুখি; একই বৃত্তে একটা প্রাণ
আঙ্গুলের ডগায় মমতা টলমল,আঁখি ভরা জোছনা প্রদীপ।
এসো, এসো
একটা ঘর বানাই।
ঘরের ভেতর দেয়াল টানি;সে দেয়ালে পেরেক ঠুঁকি
জলছাপ চিত্রাঙ্কন হয়ে গেঁথে যাই দেয়ালের গায়ে!
এসো, এসো একটা ঘর বানাই
তুমি আমি আর কাঁসার বাসন; ডুব সাঁতারে টেংরা মাছের ঝোল
এক ছটাক ভালোবাসায় তৃপ্তির ঢেঁকুর
ব্যাঙাচির জীবন চক্র দেখতে দেখতে তন্দ্রাহত আঁখি
আর কিছু মুঠো ভরা স্বর্নালী রাত!
এসো,
একটা ঘর বানাই
তুমি আমি আর একটি প্রহর
পিছনে পড়ে থাকুক শত বছর পুরানো বিস্মৃত শহর!
মৃন্ময়, ভালোবাসার আজ দারুণ ক্ষরা
অবশেষ জেনেছি ঘরের উপর ঘর হয়না।