পারিবারিক মূল্যবোধ

Family Values- অর্থাৎ পারিবারিক মূল্যবোধ বলে একটা কথা আছে যার সাথে আমাদের শাব্দিক পরিচয় থাকলেও তার তাৎপর্য্য সম্পর্কে আমরা অনেকেরই অজ্ঞ। Family Values আমাদের প্রত্যহিক জীবনের প্রতিটি মুহূর্ত দখল করে থাকে। সমস্যা হলো, প্রায়ই আমরা সেটা অনুধাবন করতে পারিনা। যখন জীবনের মান বা মূল্যবোধগুলো আমাদের কাছে স্পষ্ট হয়, তখন সিদ্ধান্তগুলি সহজ হয়ে যায়। ন্যায়পরায়ণতা, সমতা, উদারতা, সমবেদনা, অন্যকে মানুষ হিসাবে সঠিক মূল্যায়ন ও প্রয়োজনে অসহায়ের জন্য সহায়ক হাত বাড়িয়ে দেয়াই আমাদের ‘মূল্যবোধ’ বলে বিবেচিত। আমাদের মূল্যবোধগুলি গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদেরকে বিকাশ ও প্রকাশে সহায়তা করে। যে কোন পরিস্থিতিতে আমরা যে সিদ্ধান্তে উপনিত হই, তা আমাদের মান এবং বিশ্বাসের একটি প্রতিফলন এবং তারা সবসময় একটি নির্দিষ্ট উদ্দেশ্যে নির্দেশিত হয়।

মূল্যবোধ আমাদের আচরণকে চালনা করে। মূল্যবোধ আমাদের নৈতিক লক্ষ্যের কিছু বিবৃতি যা আমরা পরিবার থেকে শিখি এবং আমরা সাধারণত আমাদের পরিবার এবং সংস্কৃতির মধ্যে আমাদের মূল্যবোধকে ভাগ করে থাকি। অনেক সময় পারিপার্শিক অবস্থার কারণে সেই মূল্যবোধ থেকে আমরা সরে আসি; কিন্তু মুল মূল্যবোধ কোন না কোন ভাবে আমাদের ধরে রাখে। 

মূল্যবোধ অনেকটা আমাদের শরীরের কোষে মাইটোকন্ড্রিয়ার মত, তারা আমাদের শক্তি। সুতরাং, বেঁচে থাকার প্রক্রীয়ায় যখন আমরা মূল্যবোধের সাথে প্রতিনিয়ত আপোষ করি, তখন সেটা অনেকটা ছোট শিখা থেকে অবশেষে ভয়ংকর আগুনে ছড়িয়ে পডার মত ব্যাপার হয় এবং আমরাই সেই ব্যক্তি যারা  প্রথমবারের মত সে আগুনে পুড়ে মরি। 

জন্ম নিলাম! বড় হলাম! স্রষ্টার উদ্দেশ্য পূরণে বিচলিত হলাম না, জীবন ধারণের স্বার্থকতা কোথায় তা খুঁজার চেষ্টা করলামনা, শুধু নিজের ষোল কলা পূর্ণ করেই মরে গেলাম….. এটা মূল্যবোধের ঘোর বিরুধীতা। আমরা কারো অনিষ্ট করলামনা, মিথ্যা থেকে বিরত থাকলাম এবং ব্যভীচারে লিপ্ত হলামনা…. তাতে করে আমরা একজন ‘ভাল মানুষ’ হতে পারলাম মাত্র। কিন্তু যে কখনো নিয়মের বাহিরে গিয়ে নিজের কর্মবিধির বাহির হয়ে অন্যের জন্য দু’দন্ড ভাবলো না, সে কখনোই ‘প্রকৃত মানুষ’ হতে পারলনা।