মাননীয় প্রধানমন্ত্রীর কথায় আন্দোলন থামিয়ে দিলেও প্রায় তিন মাসেও কোনো অগ্রগতি না হওয়ায় পূনরায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে পথে নেমেছেন শিক্ষার্থীরা। আর তাদের শান্তিপূর্ণ সমাবেশকে নসেৎ করতে তৎপর হচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। গত সোমবার কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পিটিয়ে শায়েস্তা করার চেষ্টাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন তারা। তাদের বর্বর চিত্র বিভিন্ন খবরের কাগজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পাওয়ার পর তারা সেটা সম্পূর্ণ অস্বীকার করতে ব্যর্থ হচ্ছেন।তবে তারা নিজেদের অপকর্ম ব্যাখা করতে পিছপা হচ্ছেননা। তারা একবার বলছেন আন্দোলনকারীরা নিজেদের মধ্যে গন্ডোগল পাকিয়েছে। আবার বলছেন, সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার প্রয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকে প্রতিহত করেছে মাত্র।
যারাই আজ শিক্ষার্থীদের উপর এ ধরণের হামলা করছেন, তারা কি আসলেই প্রকৃত ছাত্রলীগ সংগঠন? একটি রাজনৈতিক ছাত্র সংগঠনে ছাত্ররা হবেন সহিন্জু, তাদের মাঝে থাকবে জ্ঞানের আলো, থাকবে শিক্ষার আদর্শ! তারা কেন হবে বর্বর, হিংস্র, নোংরা?
তারা আসলে কোন রাজনৈতিক মতাদর্শেই পড়েনা। তাদের পরিচয়- ভারাটিয়া গুন্ডা।
কোটা সংস্কার আন্দোলনে ভারাটিয়া গুন্ডা
মাননীয় প্রধানমন্ত্রীর কথায় আন্দোলন থামিয়ে দিলেও প্রায় তিন মাসেও কোনো অগ্রগতি না হওয়ায় পূনরায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে পথে নেমেছেন শিক্ষার্থীরা। আর তাদের শান্তিপূর্ণ সমাবেশকে নসেৎ করতে তৎপর হচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। গত সোমবার কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পিটিয়ে শায়েস্তা করার চেষ্টাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন তারা। তাদের বর্বর চিত্র বিভিন্ন খবরের কাগজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পাওয়ার পর তারা সেটা সম্পূর্ণ অস্বীকার করতে ব্যর্থ হচ্ছেন।তবে তারা নিজেদের অপকর্ম ব্যাখা করতে পিছপা হচ্ছেননা। তারা একবার বলছেন আন্দোলনকারীরা নিজেদের মধ্যে গন্ডোগল পাকিয়েছে। আবার বলছেন, সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার প্রয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকে প্রতিহত করেছে মাত্র।
যারাই আজ শিক্ষার্থীদের উপর এ ধরণের হামলা করছেন, তারা কি আসলেই প্রকৃত ছাত্রলীগ সংগঠন? একটি রাজনৈতিক ছাত্র সংগঠনে ছাত্ররা হবেন সহিন্জু, তাদের মাঝে থাকবে জ্ঞানের আলো, থাকবে শিক্ষার আদর্শ! তারা কেন হবে বর্বর, হিংস্র, নোংরা?
তারা আসলে কোন রাজনৈতিক মতাদর্শেই পড়েনা। তাদের পরিচয়- ভারাটিয়া গুন্ডা।
Published by HB Rita on Friday, July 6th, 2018